এক সময় রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে এই অভিযোগ ছিল। অভিযোগ তাঁর মন্থর ব্যাটিং নিয়ে। রাহুলের সেই সিংহাসনও টলিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
স্টিভ স্মিথ। ভাঙলেন আর এক রেকর্ড। যা ভাবছেন তা কিন্তু নয়। টেস্টে ব্যাট করতে নেমে প্রথম রান করতে ক’টা বল খেললেন জানেন? ৪৬ মিনিট ধরে খেললেন ৩৯টি বল। ওভার হিসাবে সাড়ে ৬ ওভার! রাহুল দ্রাবিড় তো বহু পিছনে পড়ে রইলেন। এতদিন ধরে এই রেকর্ডটি অক্ষত রেখেছিলেন প্রাক্তন অজি ওপেনার ডেভিড বুন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৯৯১ সালে প্রথম রান করতে বুন ঠিক এতগুলি বলই খেলেছিলেন। আর শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে স্মিথ তা ছুঁয়ে ফেললেন। নীল ওয়াগনরের বলে প্রথম রান ঞ্জ’তেই হাততালির ঝড় সিডনিতে। তুলে স্মিথ তা গ্রহণও করলেন। ১৯২ বলে/ ৬৩ রান করে স্নিথ এদিন আউট হন।






























































































































