ভাটপাড়া পুরসভায় তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। ৩০ ডিসেম্বর শাসকদলের পক্ষ থেকে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি।
এদিকে, বৃহস্পতিবার সকালে ভাটপাড়া পুরসভায় কড়া নিরাপত্তার মধ্যে আস্থা ভোট হয়। সেখানে বিজেপির কোনও কাউন্সিলর যাননি। ম্যাজিক ফিগারের থেকে বেশি সংখ্যক তৃণমূল কাউন্সিলর বৈঠকে উপস্থিত হন। ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভার দখল নেয় শাসকদল। পুরসভা পুনর্দখল করা হয়েছে বলে শাসকদলের তরফ থেকে ঘোষণা করা হয়। অনাস্থাকে বেআইনি আখ্যা দিয়ে হাইকোর্টে মামলা রুজু করে বিজেপি। সাড়ে ৫ঘণ্টার মধ্যে আস্থা ভোটে জয়ের দাবি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। তবে, উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, শুক্রবারই এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করবে তৃণমূল।
৩০ ডিসেম্বর তৃণমূল কাউন্সিলর অনাস্থা জানিয়ে যে চিঠি দেন, সেটিও খারিজ করে আদালত। ভবিষ্যতে এই ধরনের অনাস্থা আনলে, সেটা পুর আইন মেনেই আনতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন-মদনের হাত ধরে রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তমকুমারদের ঐতিহাসিক বাহন





























































































































