“মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি”-‘আতঙ্ক’ ছবির এই সংলাপ এখনও বাঙালির মুখে মুখে ফেরে। ইংরেজি নববর্ষের শুরুতে অনেকটা এরকমই হুমকি-বার্তা পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সান্ত্বন চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে হুমকি দিয়েছেন জনৈক জাতীয়তাবাদী ছাত্র পার্থ চাক। তাতে বলা হয়েছে, “স্যার আপনাকে আমরা চিনে রাখছি। আপনার ছাত্র ওখানে বিপ্লব করতে গিয়েছিল, তাই একটু আধটু শিক্ষা দেওয়া হয়েছে। সময় বদলাবে সে কথা মাথায় রাখবেন। ভালো থাকবেন, প্রণাম নেবেন। আপনার এক জাতীয়তাবাদী ছাত্র” নতুন বছরের প্রথমেই মেসেঞ্জারে এই ‘শুভ কামনা’ পান সান্ত্বন। পরে সেটা তিনি ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে, যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ড চত্বরে বিজেপির এক সভা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী-সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপিকাকে মারধর করেন বলে অভিযোগ। মারধর করা হয় ২ ছাত্রকেও। ওই ঘটনার প্রতিবাদে ফেসবুকে পোস্ট করেছিলেন অধ্যাপক সান্ত্বন চট্টোপাধ্যায়। এই পোস্ট পড়েই পার্থ এক নামে ওই বিজেপি কর্মী স্যোশাল মিডিয়ায় হুমকি দেয় বলে অভিযোগ। সান্ত্বন জানিয়েছেন, ওই যুবক তাঁর ছাত্র নন। সূত্রের খবর, পার্থ বিজেপির যুব মোর্চার নেতা। ঘটনাটি কলকাতা পুলিশের সাইবার সেলে জানিয়েছেন যাদবপুরের অধ্যাপক।
আরও পড়ুন-CAA-প্রতিবাদে নেই পিসি-ভাতিজা, দাপিয়ে বেড়াচ্ছেন একা প্রিয়াঙ্কা, কৌতূহল চরমে






























































































































