সৌরভ-অভিজিতরা আনন্দ দিয়েছে, রাজ্যজুড়ে হিংসা কষ্ট দিয়েছে, বছর শেষে জানালেন রাজ্যপাল

0
6

“২০২০ সাল সকলের ভালো কাটুক। সবাই ভালো থাকুক। অযথা NRC ও CAA নিয়ে বিভ্রান্তি বন্ধ হোক।” সোমবার রাজভবনে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে তাঁর হাত ধরে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন অনুষ্ঠান শেষে এমনই মন্তব্য করেন রাজ্যপাল জগদীশ ধনকড়।

রাজ্যপালের কথায়, ২০১৯ সাল তাঁর ভালোমন্দের মধ্যে দিয়ে কেটেছে। এই বছরই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল মনোনীত হয়েছেন। যেটা তাঁর কাছে খুব গর্বের। আবার
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কিংবা সৌরভের হাত ধরে ইডেন গার্ডেন্সে গোলাপি বলে টেস্ট ম্যাচ অথবা অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তাঁর কাছে সুখস্মৃতি।

অন্যদিকে, রাজ্যে বুলবুল-এর মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বছরের শেষলগ্নে এসে NRC-CAA নিয়ে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা তাঁকে কষ্ট দিয়েছে বলেও জানান রাজ্যপাল।

সর্বশেষে তিনি বলেন, “রাজ্যের মানুষ যেন NRC-CAA নিয়ে যেন অযথা বিভ্রান্তিতে না ভোগেন। বিভ্রান্তি ছড়ান বন্ধ হোক।এবং এটা যেহেতু ভারতবর্ষে আইনে পরিণত হয়েছে, তাই সেই আইন ভেঙে কেউ যেন হিংসার পথ বেছে না নেয়। সেটা সকলকে দেখতে হবে।”