শুক্রবার থেকে শুরু হলো রাজ্য সমবায় মেলা। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের উদ্দ্যোগে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই সমবায় মেলার উদ্ধোধন করেন সমবায় মন্ত্রী অরুপ রায়। ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এই মেলায় দেখতে পাওয়া যাবে স্বয়নির্ভর গোষ্ঠী তৈরি সামগ্রী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে সাধারণ মানুষের জন্য।

এ বছরের মেলার উদ্দেশ্য আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি বেকারত্ব দূরীকরন। যাতে সমবায় ভরসা। আরতি মুখোপাধ্যায় গান দিয়ে সূচনা হয় সমবায় মেলার। পাশাপাশি ডোনা গাঙ্গুলির গ্রুপের নৃত্য পরিবেশন হয়।
মন্ত্রী অরূপ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমবায় থেকে রাজ্যে বেকারত্ব কমেছে।





























































































































