ইডেন গার্ডেন্সে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা ও অন্ধ্রপ্রদেশ। বৃহস্পতিবার ছিল সেই ম্যাচের দ্বিতীয় দিন। আর সেখানে ঘটলো এক নজিরবিহীন ঘটনা।
বাংলার ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হল পূর্বাঞ্চল থেকে বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে। তাঁকে ড্রেসিংরুম থেকে বের করে দেন বোর্ডের দুর্নীতিদমন শাখার আধিকারিক সৌমেন কর্মকার। তার আগে দেবাং ড্রেসিং রুমে ঢুকলে প্রথমেই আপত্তি জানান বাংলার বেশকিছু সিনিয়র ক্রিকেটার। এই ঘটনা নিয়ে ময়দানে এখন জোর চর্চা।

বোর্ডের নিয়ম অনুযায়ী, দেবাং-এর বিরুদ্ধে অভিযোগ,বিনা অনুমতিতে তিনি আচমকা ঢুকে পড়েন বাংলার ড্রেসিংরুমে।
কিন্তু এই ধরণের ম্যাচ চলাকালীন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই ড্রেসিংরুমে।
সিএবি সূত্রে খবর, মনোজ তেওয়ারি নাকি সর্বপ্রথম অভিযোগ তোলেন। এবং তারপরই দুর্নীতিদমন শাখার আধিকারিক বের করে দেন দেবাংকে। যদিও দেবাংয়ের দাবি, তিনি মেডিক্যাল রুমে ছিলেন।
সব মিলিয়ে এমন ঘটনা অনভিপ্রেত বলেই মনে করছে বাংলার ক্রিকেট মহল। আইন যাই থাক, বাংলার একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এই ঘটনা দেবাং গান্ধীর জন্য যথেষ্ট অপমানজনক। বের করে দেওয়ার আগে তাঁর সঙ্গে নূন্যতম সৌজন্য বোধ দেখানো উচিত ছিল বলেই মনে করছেন অনেকে।






























































































































