বছরের শেষ সূর্যগ্রহণ সাক্ষী থাকলেন রাজ্যবাসী। মহাজাগতিক এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য উৎসাহ ভাটা পড়েনি। কিন্তু বাধ সেধেছে প্রকৃতি। মেঘলা আকাশে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অল্প সময়ে দেখা গিয়েছে সূর্যের আংশিক গ্রহণ।
প্রায় ১০ বছর পর সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখা গেল। এই গ্রহণে চাঁদের আড়ালে পুরোপুরি ঢাকা পড়ে না সূর্য। দৃশ্যমান হয় তার বাইরের দিক। এরফলে আগুনের রিং বা বলয় হিসেবে দেখা যায় সূর্যকে। বৃহস্পতিবার, সকাল ৮টা ২৭মিনিট থেকে শুরু হয় সূর্যগ্রহণ। বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলে। সর্বোচ্চ পর্যায়ে স্থায়ী হয় ৩ মিনিট ৪০ সেকেন্ড। এবার দক্ষিণ ভারত থেকে সম্পূর্ণ বলয়গ্রাস গ্রহণ দেখা গিয়েছে। কলকাতা সহ রাজ্যে দেখা গিয়েছে আংশিক গ্রহণ। মহাজাগতিক এই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে সরকারি প্রতিষ্ঠান, বিড়লা তারামণ্ডল সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন উৎসাহী মানুষ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে বিশেষ চশমার মাধ্যমে গ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়। উঁচু বাড়ির ছাদ থেকেও আকাশে চোখ রেখেছিলেন সব বয়সী মানুষ। তবে, আকাশ মেঘলা থাকায় একটু মন খারাপ সকলেরই।






























































































































