২০২০ সালেই অবসর নিচ্ছেন দেশের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। ট্যুইটারে জানিয়েছেন লি। জানিয়েছেন, আগামী বছর বাছাই করা কয়েকটা টুর্নামেন্ট খেলবেন। আর ধন্যবাদ জানিয়েছেন বন্ধু, সমর্থকদের।
৪৬ বছরের লিয়েন্ডারের ক্যাবিনেটে রয়েছে ১৮টি গ্র্যান্ডস্লাম ডবলস খেতাব। ডেভিস কাপের সর্বাধিক ৪৪ ম্যাচ জেতার বিশ্বরেকর্ড। তবে বিগত কয়েক বছর তিনি ফর্মে ছিলেন না। ফলে ১০০জনের বাইরে চলে গিয়েছেন। লির আর একটি স্বপ্ন ওলিম্পিক খেলা। ২০২০-টোকিও ওলিম্পিক খেলেই বিদায় নেবেন বলে ধারণা করা হচ্ছে। লির ওলিম্পিক অভিযান শুরু হয়েছিল ১৯৯৬ সালে। একসময় সারা বিশ্ব শাসন করেছিল লি আর মহেশ ভূপতির জুটি। ছিলেন নম্বর। টানা ২৪টি ম্যাচ জেতার রেকর্ড তাঁদেরই যদিও সেই জুটি পড়ে ভেঙে যায়।






























































































































