নোবেলজয়ী ‘ঘরের ছেলে’কে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

0
5

অর্থনীতিতে সস্ত্রীক নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার ঘরের ছেলেকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী বছরের ২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন। সেখানেই নোবেল জয়ী অর্থনীতিবিদকে ডিলিট উপাধি দেওয়া হবে। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানী জেভি নার্লিকরকে স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্মৃতি পদক এবং বিজ্ঞানী সমীরকুমার ব্রহ্মচারী, অরূপকুমার রায়চৌধুরী ও পার্থপ্রতিম মজুমদারকে আচার্য প্রফুল্ল চন্দ্র পদককে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।