পুলিশ নির্দোষ, আলিগড়ের ভিডিও দেখিয়ে বলল প্রশাসন

0
6

উত্তরপ্রদেশে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফুটেজ প্রকাশ করে পুলিশ বলেছে, স্পষ্ট দেখা যাচ্ছে আক্রমণাত্মক জনতা গেট ভাঙছে। সামান্য কজন পুলিশ ঠেকাতে গিয়েও ব্যর্থ। ফলে মারমুখী উত্তেজিত জনতাই সেদিন গোলমাল করেছে। ভিডিওটি ভাইরাল হয়েছে। পুলিশ বলেছে, আদালতেও এই বিষয়টি জানানো হচ্ছে।