নতুন বিদেশ সচিব দার্জিলিংয়ের সেংলা

0
4

ভারতের নতুন বিদেশ সচিব পদে এলেন হর্ষবর্ধন সেংলা। তিনি এই মুহূর্তে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। দেশে ফিরে এসেই এই দায়িত্বভার গ্রহণ করবেন। সেংলা ১৯৮৪ সালের আইএফএস ব্যাচ। জন্ম বাংলার দার্জিলিংয়ে। ভারতের বর্তমান বিদেশ সচিব বিজয় গোখেলের দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব নিচ্ছেন সেংলা।