কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরিকে সল্টলেকের সিজিও দফতরে মঙ্গলবার দুপুর থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তিন ঘন্টার বেশি সময় ধরে তাঁর বয়ান লিপিবদ্ধ করা হয়।
রাজ্যে যখন বেআইনি লগ্নি সংস্থার রমরমা, তখন রোজভ্যালি কাণ্ডে তদন্ত চেয়ে নিজের এমপি প্যাডে চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। পরে সে চিঠি আবার তুলেও নিয়েছিলেন। সিবিআইয়ের প্রশ্ন এই জায়গাতেই। তাদের অনুমান, চিঠি তুলে নেওয়ার পিছনে রয়েছে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে গোপন লেনদেন। এর আগে দু’বার চিঠি দেওয়া সত্ত্বেও সাংসদ জিজ্ঞাসাবাদ এড়িয়েছিলেন। এদিন দুপুরে অবশ্য সঠিক সময়েই এসেছিলেন।
আরও পড়ুন-পয়লা জানুয়ারি থেকেই জোড়া খুশি সরকারি কর্মচারীদের






























































































































