ব্যতিক্রমী প্রতিবাদ!
পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের এমএসসি ইলেকট্রনিক মিডিয়ার স্বর্ণ পদকজয়ী ছাত্রী কার্তিকা বি কুরুপ-এর।
ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে আজ কার্তিকা সংবাদ শিরোনামে৷ সোশ্যাল মিডিয়ায় ভেসে যাচ্ছেন অভিনন্দন আর প্রশংসায়৷
CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এক মঞ্চে তিনি দাঁড়াতেও পারবেন না বলে জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তিনি তাঁর ডিগ্রি গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তাই উপস্থিত থাকছেন না কার্তিকা। CAA ও NRC-র বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ও অবস্থানের কথা জানিয়ে নিজের স্ট্যাটাস আপডেট করেন তিনি। রাষ্ট্রপতির হাত থেকে তিনি পুরস্কার নেবেন না বলে জানিয়ে দেন। তাঁর মতে,এই আইন মানবতার বিরুদ্ধে এবং অসাংবিধানিক৷ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার তাঁর রয়েছে৷ শুক্রবারই রাষ্ট্রপতিকে বয়কটের ডাক দেয় পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। রাষ্ট্রপতির হাত থেকে ডিগ্রি গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজি বিভাগের পিএইচডি ছাত্র এ এস অরুণ কুমারও।

আরও পড়ুন-ঝাড়খণ্ডের জন্য কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকে অভিনন্দন মমতার































































































































