প্রায় ৫০ মিনিট পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলেন আচার্য

0
3

প্রায় ৫০ মিনিট গাড়িতে আটকে থাকার পরে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢুকলেন আচার্য তথা রাজ্যপাল জাগদীপ ধনকড়। কালো পতাকা, গোব্যাক স্লোগানের মধ্যেই অরবিন্দ ভবনের গেট দিয়ে প্রবেশ করেন রাজ্যপাল। এরপরেই কোর্ট বৈঠকে যোগ দিতে গিয়ে আটকে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার এবং অন্যান্যরা। রাজ্যপালকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন রাজ্যপালকে বয়কটের সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ে পৌঁছেও দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে পড়েন রাজ্যপাল। ছাত্ররা শর্ত দেন, তাঁরা আচার্যকে মিছিলে যোগ দিতে দেবেন কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে হবে তাঁকে। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নয়, সিএএ-এনআরসি-র বিরোধিতা নিয়েই পড়ুয়ারা কথা বলতে চান বলে খবর। তারপরে ভিতরে ঢোকেন রাজ্যপাল। কিন্তু এরপর বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার। তবে, পরে তাঁরাও বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন-যাদবপুরে আচার্য পৌঁছতেই কালোপতাকা-গো ব্যাক স্লোগান