যাদবপুরে আচার্য পৌঁছতেই কালোপতাকা-গো ব্যাক স্লোগান

0
3

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। দুপুর দুটো নাগাদ বিশ্ববিদ্যালে পৌঁছন তিনি। কিন্তু বৈঠকের থেকে অনেক দূরেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের একাংশ। রাজ্যপালকে কালোপতাকা দেখাচ্ছেন ও গো ব্যাক স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। জগদীপ ধনকড় যে সোমবার বৈঠকে যাবেন, সেটা আগেই রাজভবনের তরফে সরকারকে জানানো হয়েছিল। রাজ্যপালের সঙ্গে রয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীরাও। কিন্তু তারপরেও গাড়ি থেকে নামতে পারছেন না রাজ্যপাল। বিক্ষোভকারীদের পক্ষ থেকে তাঁকে ধিক্কার জানানো হচ্ছে। অরবিন্দ ভবনের সামনেই গাড়ির মধ্যে বসে রয়েছেন রাজ্যপাল। ঠিক এই জায়গাতেই কয়েকমাস আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ার।