নাগপুরে বিজেপির মিছিলে বিশ্বাসঘাতকদের গুলি করে মারার স্লোগান !

0
6

নাগপুরে রবিবার সিএএ-র সমর্থনে প্রচার শুরু করল বিজেপি। লোক অধিকারী মঞ্চ নাম দিয়ে বিজেপির পতাকা হতে সিএএ-র সমর্থনে স্লোগান দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই আইনের বিরুদ্ধে যাঁরা কথা বলছেন তাঁদের বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হয় ওই মিছিলে। তাদের গুলি করে মারার স্লোগানও ওঠে।
নাগপুরের যশবন্ত স্টেডিয়াম থেকে জাতীয় পতাকা নিয়ে জন অধিকারী মঞ্চের বিশাল মিছিল শুরু হয়েছিল। সেই মিছিল শেষ হয় সংবিধান চকে গিয়ে। প্রসঙ্গত, গত কয়েকদিন দেশের একাধিক জায়গায় সিএএ-র প্রতিবাদে হিংসাত্মক আন্দোলনে প্রায় ২০ থেকে ২৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে মৃতের সংখ্যা ১৫ অতিক্রম করেছে।

আরও পড়ুন-দুই আইনই তুলে নিন, নইলে অমিত শাহকে বিমানবন্দরে আটকে রাখব : সিদ্দিকুল্লাহ