নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। এরই মাঝে নাগরিকত্ব আইনের সমর্থনে শনিবার বিকালে ভিআইপি রোডে কেষ্টপুর থেকে কৈখালি পর্যন্ত একটি মিছিল করলেন বিজেপি সমর্কথকরা।তাঁদের হাতে ছিল ৪০ ফুট লম্বা একটি তেরঙা পতাকা।ওই পতাকা নিয়ে মিছিলে পা মেলান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, জেলা সভাপতি কিশোর কর, দলের নেতা পীযূষ কানোরিয়া প্রমুখ।কয়েক হাজার বিজেপি সমর্থক মিছিলে অংশ নেন।যদিও মিছিলটি কৈখালি যাওয়ার আগেই পুলিশ আটকিয়ে দেয়। পুলিশি বাধায় হলদিরাম থেকেই ফিরে যেতে বাধ্য হন বিজেপি সমর্থকরা।যদিও সামান্য ধস্তাধস্তি ছাড়া কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-পাল্টা জবাব মমতার : মানুষই বিচার করবে কে ঠিক, কে ভুল






























































































































