পাল্টা রাহুল : মোদি-শাহ জুটি যুবকদের ভবিষ্যৎ নষ্ট করছে

0
2

দেশের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে মোদি-শাহ জুটি। দুই নেতা দেশ ভাগের রাজনীতি করছেন। রামলীলা ময়দান থেকে কংগ্রেসের বিরুদ্ধে যখন প্রধানমন্ত্রী তোপ দাগছেন, তখন ট্যুইটে তাঁকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী। রাহুল বললেন, দেশের যুব সমাজের কাজ নেই। দেশের অর্থনীতি বিপন্ন। তারমাঝে এই বিভেদের রাজনীতি দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। ভালবাসা দিয়ে বিভেদ রুখে দিলেই দেওয়া হবে যোগ্য জবাব।

আরও পড়ুন-শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কেন জানেন ?