শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা হচ্ছে বলে সরাসরি অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।শনিবার রাজভবনে সাংবাদিক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। তাঁকে ছাড়াই মঙ্গলবার যাদবপুরের সমাবর্তন উৎসব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত ছাত্র বিক্ষোভের আশঙ্কায় স্থগিত সমাবর্তন উৎসব।
রাজ্যপাল বলেন, আমি যাওয়ার আগেই বর্ধমানের কোর্ট বৈঠক বাতিল করা হয়েছে। আমাকে না জানিয়েই পরপর বৈঠক বাতিল করা হচ্ছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক বাতিল হল। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা হচ্ছে। আচার্য কে ছাড়াই সমাবর্তন দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন রাজ্যপাল।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, রাজ্যপাল একটি দলের মুখপাত্র হয়ে কথা বলছেন। এর ফলে পড়ুয়ারা একজোট হয়েছে এবং এমন একটি সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন-সিরিজ জিতলেই বিরাটদের নয়া রেকর্ড





























































































































