হায়দারাবাদ কাণ্ডে তরুনী ডাক্তারকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে খুন করার ঘটনায় চার মৃত ধর্ষকের ফের ময়না তদন্তের নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। চার ধর্ষককে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে আসার সময় পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ গুলি করে তাদের খুন করে। চারজনের দেহ হায়দরাবাদের গান্ধি মেডিক্যাল কলেজে সংরক্ষিত রয়েছে। এই চারজন হল মহম্মদ আরিফ, নবীন, শিবা এবং চেন্নাকেশাভুলু। ২৭নভেম্বর ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল এবং ৬ডিসেম্বর ভোরে পুলিশ এনকাউন্টারে ৪জনের মৃত্যু হয়। ১০ডিসেম্বর সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি তৈরির নির্দেশ দেয়। তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি এস সিরপুরকার। এছাড়া কমিটিতে রয়েছেন বম্বে হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রেখা এস বালডোতা এবং প্রাক্তন সিবিআই অধিকর্তা ডি আর কার্তিকেয়ন।





























































































































