সংসদে যখন CAB নিয়ে ভোটাভুটি হয়, তখন সেখানে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভোটও দেননি। তাহলে কি প্রধানমন্ত্রী এই বিলকে সমর্থন করেননি? শুক্রবার পার্ক সার্কাস ময়দান থেকে NRC-CAA বিরোধী সমাবেশ মঞ্চ থেকে এমন জল্পনাই উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই CAB-এর ভোটাভুটিতে অংশ গ্রহণ করেননি। তাহলে তো উনিও এই বিলে সমর্থন করেননি। ওনার উচিত অবিলম্বে জনস্বার্থ বিরোধী এই আইন বাতিল করা।”
এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, অটলজী আজ বেঁচে থাকলে তিনি বলতেন, আগে রাজধর্ম পালন করুন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেকাজ করছেন না।
এখানেই থামেননি তিনি। তৃণমূল নেত্রী সুর চড়িয়ে বলেন, “সবাইকে এক সঙ্গে লড়াই করতে হবে। বিজেপি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কাজ করে। ওরা ভাবছে এসব করে দেশে শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। এটা হতে পারে না। দেশের গণতন্ত্র মজবুত। দেশের মানুষ এক হয়ে গেলে বিজেপি কত খেলা দেখাবে? কত মানুষ গুলি করে মারবে? আমরা এক সঙ্গে থাকি। দেশের মানুষকে কত তাড়াবে। সবাইকে তাড়াতে তাড়াতে নিজেরাই একদিন পালিয়ে যাবে।”
এদিন মুখ্যমন্ত্রী ফের দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা করেন। তাঁর কথায়, “সব ছাত্র-ছাত্রীদের আন্দোলন করার অধিকার আছে। তার মানে এটা তো নয়, যে তাদের উপর অত্যাচার করতে হবে।”
একেবারে শেষে নিয়ম করে স্লোগান তোলেন মমতা। এবং সেই স্লোগানে সকলকে গলা মেলাতে বলেন। তবে এদিন তৃণমূল নেত্রী নতুন আরও একটি স্লোগান দেন। এবং তাতে পার্ক সার্কাস ময়দানের সভাস্থল মুখরিত হয়ে ওঠে। NRC-CAA বিরোধী মমতার সেই নতুন স্লোগান, “নো কাকা, নো এনআরসি”, “ছিঃ ছিঃ কাকা”!






























































































































