সিএএ-র বিরোধিতা করায় বেঙ্গালুরুতে আটক রামচন্দ্র গুহ

0
4

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। দেশজুড়ে চলা প্রতিবাদের অঙ্গ হিসেবে বেঙ্গালুরুরতে টাউন হলের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময়ই তাঁকে আটক করে বেঙ্গালুরু পুলিশ।
বৃহস্পতিবার, সিএএ-র বিরোধিতায় দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু তা উপেক্ষা করেই এদিন বেঙ্গালুরুর টাউন হলের কাছে বিক্ষোভ দেখান ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি যখন গান্ধীর পোস্টার নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তাঁকে আটক করে পুলিশ। আক্ষরিক অর্থেই টেনে হিঁচড়েই ইতিহাসবিদকে গাড়িতে তোলা হয়। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রামচন্দ্র গুহ বলেন, কেন্দ্র ভয় পেয়েছে বলেই এভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।