হাওড়ায় ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়ল

0
2

তিনদিন ধরে রাজ্যের প্রায় ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও বিক্ষিপ্ত উত্তেজনা চলছে। সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে।

এবার সেই কারণেই ফের বাড়ান হল হাওড়ায় ইন্টারনেট বন্ধের সময়সীমা। আজ বুধবার হাওড়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল ১৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত ওই জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তবে জেলার কয়েকটি অঞ্চলে আগের মতই এই পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন-গণতন্ত্র মেনেই নাগরিকত্ব বিল আইনে পরিণত হয়েছে, দাবি রাজ্যপালের