বাংলায় রেল স্টেশন দেখার দরকার নেই, দিল্লি পরিদর্শনে যাও! তোপ মমতার

0
4

“বাংলায় রেল স্টেশন দেখার কথা বলছে। আমিও রেলমন্ত্রী ছিলাম। রেল স্টেশনের নাম জানো? দু’একটা জায়গায় জন্য সমস্ত ট্রেন বন্ধ করে দিয়েছে। আমরা প্রশাসনিকস্তরে চেষ্টা করছি সব ঠিক করার। আমার কাছে তথ্য আসছে, সব কিছু ঠিক হয়ে গেছে। এই রাজ্য পরিদর্শন করতে আসবে বলছে, তারা কেন দিল্লিতে পরিদর্শনে যাচ্ছে না? এভাবেই বুধবার কেন্দ্রীয়মন্ত্রীদের কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখমন্ত্রী আরও বলেন, “এখন বিয়ে চলছে, আরও উৎসব রয়েছে। মানুষ বাইরে বেড়াতে গিয়ে ফিরতে পারছে না। আর সব ট্রেন বন্ধ করে রেখে দিয়েছে। আবার বলছে গুলি করে দেব! এসব কী ধরনের কথাবার্তা?”

আরও পড়ুন-প্রতিবাদের ভাষা হোক গান গাওয়া-ছবি আঁকা: মমতা