মালদহে গ্রেফতার দুই সাংসদ, কিন্তু কেন?

0
7

মালদহ থেকে গ্রেফতার দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও খগেন মুর্ম। বুধবার, হরিশ্চন্দ্রপুর ও ভালুকা স্টেশনে পরিদর্শনের কথা ছিল তাঁদের। এ বিষয়ে জেলার পুলিশ সুপারের কাছে অনুমতি চান দুই সাংসদ। বুধবার, মালদহ শহর থেকে বেরোতেই তাঁদের বাধা দেয় পুলিশ। দুই জায়গার পরিস্থিতি অনুকূল না থাকায় তাঁদের অনুমতি দিতে চাইনি প্রশাসন। এই পরিস্থিতিতে জাতীয় সড়কের উপর বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে বসে পড়েন সংসদরা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

নিশীথ প্রামাণিক, খগেন মুর্মুদের দাবি, স্টেশন ভাঙচুর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে যেতে চেয়েছিলেন তাঁরা। সাংসদ হিসেবে সেখানে যাওয়ার অধিকার তাঁদের আছে। কিন্তু আইন ভাঙার অভিযোগে তাঁদের সেখান থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-এখন আধার কার্ডেও আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর! অমিত শাহকে আগুন নিয়ে খেলতে মানা মমতার