সেনসেক্স -এর হার বুধবারও ঊর্ধ্বগতিতে। এদিন শেয়ার বাজারের শুরুতেই ১২৩ পয়েন্টে লাফ দেয় বিএসই সেনসেক্স। ৪১৪৮০.৯১-এ পৌঁছাতে নয়া রেকর্ড সৃষ্টি করল সেনসেক্স। রেকর্ড উচ্চতায় পৌঁছালো নিফটিও। মঙ্গলবারও সেনসেক্স ৪১৩ পয়েন্টে উঠেছিল। দিনের শেষে ৪১৩ ৫২ তে গিয়ে বন্ধ হয় শেয়ার বাজার। বুধবারও সেনসেক্সের সঙ্গে পাল্লা দিয়ে ভালো হয়েছে নিফটি সূচকও। নিফটি পৌঁছে যায় সর্বকালীন রেকর্ড উচ্চতা ১২১৯৯.০৫-এ। বাজারের এই ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে টাটা মোটরস। এর পরেই রয়েছে টাটা স্টিল, টেক মহিন্দ্রা, টিসিএস, বেদান্ত এবং ইনফোসিস।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এইচইউএল, ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এস বি আই এবং ওএনজিসি। বিশেষজ্ঞদের বক্তব্য, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জিএসটি কাউন্সিলের বৈঠকের কারণেই শেয়ার বাজারের এই রেকর্ড উত্থান ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.