সোম, মঙ্গল, বুধ- পরপর তিনদিন পথে নেমে সিএএ ও এনআরসি বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা পৌনে একটা নাগাদ হাওড়া ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে মঞ্চে বাউলদের ডেকে নেন তিনি। সিএএ ও এনআরসি-র বিরোধিতায় গান বেঁধেছেন তাঁরা। সেই গানটাই মঞ্চে পরিবেশন করা হয়। এরপরে আগের দিনের দুদিনের মতোই এদিনও তৃণমূলের নেতা, কর্মী, সাংসদ, মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান মমতা। একই সঙ্গে তাঁর বেঁধে দেওয়া নতুন স্লোগান শিখিয়ে দেন সবাইকে। কিন্তু হাওড়ার সংকীর্ণ জায়গায় রাস্তা আটকে যাবে এই কারণে, এদিন তিনি মিছিল শুরুর আগের বক্তব্য দীর্ঘায়িত করেননি। মঞ্চ থেকে নেমে মিছিলের নেতৃত্ব দেন মমতা। তাঁর ঠিক পিছনে ছিলেন বাউলরা। রাস্তায় এত মানুষের মিছিলে যাতে কোনও সমস্যা না হয়, তার দিকে সতর্ক ছিল প্রশাসন। হাওড়া ময়দান, হয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে অফিস পাড়া হয়ে মিছিল শেষ হবে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে।





























































































































