পারদ নামল তিন ডিগ্রি, শহরে শীতের আমেজ

0
7

পশ্চিমি ঝঞ্ঝা সরতেই ঢুকছে উত্তুরে হাওয়া। তাই বুধবার সকালেই পারদ একধাক্কায় নামল প্রায় 3 ডিগ্রি। কলকাতায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 15.6। শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে সকাল থেকেই। শুক্রবার পর্যন্ত ঠান্ডার রেশ থাকবে। আগামী 72 ঘণ্টায় আরও নামতে পারে পারদ।