লোকসভায় পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল।নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে সুর চড়াল বামেরাও।
মঙ্গলবার এই বিষয়ে তোপ দাগলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। ক্ষোভ উগরে সেলিম বলেন, “দুটো জনগোষ্ঠী একসঙ্গে থাকতে পারবে না, এটাই তো জিন্না-সাভারকর বলেছিলেন। ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে দেশভাগ করতে চাইছে। বাংলাদেশ ,পাকিস্তান থেকে এটাই তো আমদানি করা হল। ধর্মের নামে এসব চলছে। জাতিভিত্তিক গণতন্ত্র করতে চাইছে। এটা নিও ফ্যা সিস্ট তত্ত্ব। দেশের মধ্যে দেশ, ঘরের মধযো ঘর করতে চাইছে। ভোটবাক্সের স্বার্থে এটা করতে চাইছে।”
এমনকি, রাজ্যে দুদিন ধরে বিভিন্ন জায়গায় যেভাবে বাস, ট্রেন পোড়ানো হচ্ছে সেজন্য তিনি বর্তমান রাজ্য সরকারকেই দায়ী করেন। তাঁর প্রশ্ন, রাজ্য প্রশাসন কি করছিল?যেগুলো পোড়ানো হল সেগুলো জাতীয় সম্পত্তি নয়?
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































