কলকাতা ময়দান হারাল আরও এক আদ্যপান্ত মোহনবাগানি তথা স্বনামধন্য আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায়। জন্মাবধি ক্লাব অন্ত প্রাণ কলকাতা ময়দানকে চিরতরে বিদায় জানালেন মোহনবাগান সভাপতি। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।গীতানাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে ময়দান জুড়ে শোকের ছায়া নেমে আসে।ক্লাবের বর্তমান সচিব টুটু বোসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রয়াত সভাপতি।এই বয়সেও প্রায় নিয়মিত ক্লাবে আসতেন গীতানাথবাবু। সেই পথ চলা থেমে গেল আজ।
ক্লাবের আইনি কার্যকলাপে পরামর্শদাতা হিসাবে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গত বছরই ক্লাব তাঁকে সম্মানিত করে। ২০১৮ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে সাম্মানিক সভাপতি পদ দেন টুটু বোস। তারপর থেকেই আমৃত্যু সভাপতি পদ অলঙ্কৃত করেছেন তিনি।কিছুদিন আগে একটি দুর্ঘটনার সম্মুখীন হন তিনি।গুরুতর আহত হন গীতানাথবাবু। তারপর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।তার এই আকস্মিক প্রয়াণে মর্মাহত সবুজ মেরুন কর্তারা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.