নিশ্চিন্ত থাকুন, এই আইনে দেশের কোনও ধর্মের কোনও নাগরিকের ক্ষতি হবে না: প্রধানমন্ত্রী

0
10

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না। নিশ্চিন্ত থাকুন, এই আইনে এদেশের কোনও নাগরিকের কোনও ক্ষতি হবে না। তিনি যে ধর্মেরই হোন না কেন, এই আইনে এদেশের নাগরিকদের আশঙ্কার কোনও কারণ নেই। যারা আইন নিয়ে আপনাদের ভুল বোঝাচ্ছে তাদের কথায় হিংসা ছড়াবেন না। নাগরিকত্ব আইন নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে সোমবার ফের আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্বের পর পশ্চিমবঙ্গ ও দিল্লির একাংশে প্রতিবাদের নামে হিংসাশ্রয়ী তান্ডবের পরিপ্রেক্ষিতে এদিন এক ট্যুইটবার্তায় শান্তিরক্ষার আবেদন জানান প্রধানমন্ত্রী।

মোদি বলেন, কিছু লোক কায়েমি স্বার্থ চরিতার্থ করতে ভুল বুঝিয়ে কিছু মানুষকে হিংসার পথে ঠেলে দিচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট করে মানুষকে বিপদের মধ্যে ফেলে যারা হিংসা ও অপপ্রচার চালাচ্ছে তারা আর যাই হোক, দেশের ভাল চায় না। কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে এদের ব্যবহার করছে। গণতন্ত্রে প্রতিবাদ, বিরোধ, সমালোচনা সবই চলতে পারে কিন্তু হিংসা বরদাস্ত করা যায় না।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের সব ধর্মের সব নাগরিক সুরক্ষিত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অন্য কয়েকটি দেশের যেসব গরিব মানুষ ধর্মের জন্য অবর্ণনীয় নির্যাতন ও যন্ত্রণা ভোগ করছেন এবং যাদের ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার নেই, এই আইন শুধু তাদের জন্য।