মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিটেনশন ক্যাম্পের জমি দিচ্ছে বলে সরাসরি অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যদিও নবান্ন সাফ জানিয়ে দিয়েছে এই খবরের কোনও সত্যতা নেই। সোমবার এর প্রতিবাদে রাজারহাটের হিডকোর সামনে সিপিএম কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, রাজারহাটে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেওয়া চলবে না।যদিও কোনও অপ্রিতীকর পরিস্থিতি তৈরি হয়নি।

বিধানসভায় বাম পরিষদীয় দলের অন্যতম সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, আজ আমরা গেছিলাম হুশিয়ারি দিতে না শুনলে আগামী দিনে ওই ক্যাম্প আমরা ভেঙে গুড়িয়ে দেব।
এরই পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সিপিএম সহ মোট ১৭ টি বাম দল ও গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ মিছিল সংগঠিত করে রাজ্যের বিভিন্ন এলাকায়। এই কর্মসূচি সম্পর্কে সুজন চক্রবর্তী জানিয়েছেন, আরও তিনদিন টানা এই কর্মসূচি পালন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে কেন্দ্রীয় মিছিল। সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দিযেছে বামেরা।





























































































































