সোমবার ভোররাতে সল্টলেক সেক্টর-ফাইভ এলাকার একটি বহুতলে আগুন লাগে। ঠিকানা ডিএন-৩০। জানা গিয়েছে ওই বহুতল একটি কলসেন্টার রয়েছে।সেই কলসেন্টারের চারতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় ঘন্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
দমকল কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, এই আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে। ওই বহুতলে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে নেমেছে ইলেক্ট্রিনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।






























































































































