পাক ক্রিকেটারের রেকর্ড। রাওলপিন্ডিতে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকালেন ৩২ বছরের আবিদ আলি। প্রথম টেস্টে সেঞ্চুরির রেকর্ডের তালিকা বিরাট। আবিদ তাঁদের সঙ্গে জুড়লেন। করলেন অপরাজিত ১০৯ রান। কিন্তু আবিদের কৃতিত্ব অন্য জায়গায়। তিনি এ বছরেই দুবাইতে প্রথম একদিনের ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানেও প্রথম ম্যাচে ১১২ রান করেন। আবিদ প্রথম খেলোয়াড় যিনি দুই ফর্মাটের ক্রিকেটেই অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন।
পাকিস্তানের মাটিতে টেস্ট খেলা হচ্ছে প্রায় দশ বছর পর। বিপক্ষ শ্রীলঙ্কা। তিনদিন প্রায় বৃষ্টিতে নষ্ট হয়েছে। শ্রীলঙ্কা ৩০৮/৬ ডিক্লেয়ার করে। ব্যাট করতে নেমে আবিদ ও বাবর আজম সেঞ্চুরি করে।






























































































































