ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক এবিডির? পরিবেশ-পরিস্থিতি সেদিকেই।এগোচ্ছে। দক্ষিণ আফ্রিকার নতুন কোচ হয়েছেন দলের এক সময়ের উইকেট কিপার-ব্যাটসম্যান মার্ক বাউচার। এবার তিনি প্রাথমিকভাবে দল তৈরি করছেন অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে। আর দল তৈরি করতে গিয়ে তাঁর প্রথমেই মনে হয়েছে এবি ডিভিলিয়ার্সকে ফেরাতে হবে। তাঁর সঙ্গে ফিরতে পারেন পুরনো দু’একজন। তারমানে, নতুন খেলোয়াড়দের ওপর আস্থা নেই বাউচারের!






























































































































