রবিবার ঝাড়খন্ডের নির্বাচনী প্রচারে এসে CAA বিরোধী অশান্তির জন্য কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলিকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গরিব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না কংগ্রেস ও তার দোসররা। এই শরণার্থীদের বিরোধিতা করতে গিয়ে দেশজুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করে সরকারের বদনাম করতে নেমেছে তারা। এমনকী এই আইন নিয়ে পাকিস্তানের বিরোধিতার সুর আর কংগ্রেসের সুর হুবহু মিলে গিয়েছে। বিদেশে বসবাসকারী পাকিস্তানীরা ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আর দেশের ভিতর একই কায়দায় অশান্তি তৈরি করতে চাইছে কংগ্রেস।































































































































