কলকাতা রোটারি ক্লাবের উদ্যোগে সল্টলেক নিক্কো পার্কে আনন্দে মেতে উঠল প্রায় হাজার দুয়েক শিশু। শিশুদিবসকে সামনে রেখে রবিবার এখানে তাদের হাজির করেছিল রোটারি ক্লাব কলকাতা। অনাবিল আনন্দে মেতে উঠলো ছোটরা। বিগত 94 বছর ধরে মূলত পথশিশু ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জীবনের সঠিক পথ দেখানোই লক্ষ্য কলকাতা রোটারি ক্লাবের। সেই লক্ষ্যেই এখনও তারা এগিয়ে চলেছেন। মাত্র পাঁচ জন পথ শিশু নিয়ে শুরু হয়ে ছিল রোটারি ক্লাবের পথ চলা, অথচ তাদের সংস্থার ছাতার তলায় প্রায় হাজার তিনেক শিশু
। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।রোটারি ক্লাবের 100 তম প্রেসিডেন্ট পূর্ণেন্দু রায়চৌধোরী বলেন, যত বেশি সংখ্যক শিশুদের আমরা সংস্থার আওতায় আনতে পারবো সেই লক্ষ্যেই আমরা এখনও অবিচল ।
সংস্থার অন্যতম সদস্য পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, শিশুদের এই অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাদের সঠিক পথ দেখাতে আমরা সর্বদা তাদের সঙ্গে থাকার চেষ্টা করি।
সংস্থার চেয়ারপারসন অভিজিৎ কোলে বলেন, ছোট ছোট ছেলেমেয়েরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে । আমরাও চাই তারা সবাই আনন্দ করুক। তাই এই আয়োজন ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































