NRC-CAA নিয়ে পিছনদিকে হাঁটা শুরু করেছে বঙ্গ-বিজেপি

0
4

NRC-CAA-র প্রতিবাদে অসম,ত্রিপুরার পর বাংলাতেও বিজেপি–‌র বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সাধারণ মানুষ। তা টের পেয়েই এবার পিছনদিকে হাঁটা শুরু করলেন বঙ্গ-বিজেপির নেতারা! শুরু করলেন ঢোঁক গেলার পর্ব৷ নিজেদের দায় কার্যত ঝেড়ে ফেলে শিলিগুড়িতে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “অসমে আমরা NRC নিয়ে যাইনি, সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের সরকার করছে। এই কাজ করতে গিয়ে ভুলত্রুটি হচ্ছে। তা আমাদের সরকারও করেছে।” দিলীপবাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে বাংলার রাজনৈতিক মহলের বক্তব্য, এভাবে দায় ঝেড়ে ফেলে পরিস্থিতি সামাল দিতে চাইছেন বিজেপি–‌র রাজ্য সভাপতি।

পাশাপাশি দিলীপ ঘোষ এ রাজ্যের অশান্তির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে বলেছেন, “NRC নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এখানে তো কারও নাক কাটা যায়নি, তাহলে এতকিছু হচ্ছে কেন?‌ সরকারই বা কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন ?” এরপরই দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, অসম বা ত্রিপুরার বিজেপি সরকারই বা নীরবকেন? কী করছে ওই দুই সরকার ? এ প্রশ্নে পাশ কাটিয়ে বলেছেন, “সেখানে উত্তেজনা ছিল এখন কমে গেছে। ওখানে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে, এটা হতে পারে। কিন্তু এখানে তো গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখানকার পরিস্থিতির রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে। রিপোর্ট দেবেন রাজ্যপালও।”

আরও পড়ুন-গরচা-খুনে পরতে পরতে কিসসা, মেয়ের প্রেমিকই মায়ের ‘হার্ট বিট’