ওকে তোমার দলে নাও কোহলি। ও তুলনাহীন! এমন আবেদন কে করতে পারেন জানেন? ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কেভিন পিটারসেনের অনুরোধ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে দলে নেওয়ার উমেদারি করলেন পিটারসেন? শুনলে অবাক হবেন ডায়াপার পরা বছর দুয়েকের এক ক্ষুদেকে দলে নিতে বললেন।
View this post on Instagram
WHAT?!?!?!?!?! Get him in your squad, @virat.kohli! Can you pick him?!?! ?
আসলে একটি বেশ পুরনো ভিডিও থেকে এই গল্পের সূত্রপাত। ভিডিওটি ঘুরতে ঘুরতে পিটারসেনের কাছে যায় আর সেটা দেখে চক্ষু চড়কগাছ প্রাক্তন তারকার। সেখানে দেখা যাচ্ছে ডায়াপার পরা একটি বছর দুয়েকের শিশু প্লাস্টিক বলে ব্যাটিং করছে একেবারে কপিবুক, যেন বই থেকে উঠে আসা। এবং দুরন্ত সব শট। দেখলে মনে হবে যেন পাকা ব্যাটসম্যান খেলতে নেমেছে। বছর দুয়েকের একটি শিশুর ব্যাটিং দেখে বিস্মিত পিটারসেন ট্যুইট করলেন কোহলিকে। পাল্টা পিটারসেনকে কোহিলির জিজ্ঞাসা, ছেলেটি কোথাকার জান কী! অসাধারণ প্রতিভা! সবার প্রথমে মাইকেল ভন ক্রিকেটারদের মধ্যে এই শিশুর ভিডিওটি ট্যুইট করেছিলেন। তারপর ফ্লাপ ডুপ্লেসি, জাক কালিস। এরপর একে একে অন্য ক্রিকেটারদের মধ্যে। ক্রিকেটমহলে এই ভিডিও ভাইরাল। কিন্তু ক্ষুদের পরিচয় এখনও পাওয়া যায়নি।