শুভ সূচনা হলো যাদবপুর নাট্যমেলার। বিজয়গড়ের ঐতিহ্যবাহী নিরঞ্জন সদনে প্রদীপ জ্বালিয়ে এই নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার।
যাদবপুর অভিযান আয়োজিত এই নাট্যমেলা এবার ষষ্ঠবর্ষে পা রাখল। আজ ১৪ ডিসেম্বর থেকে শুরু করে যা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্তই। ৬দিনব্যাপী এই নাট্যমেলায় কলকাতা ও জেলার সেরা দলগুলি অংশ নিচ্ছে। যেখানে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, চৈতি ঘোষাল, পদ্মনাভ দাশগুপ্ত, কৌশিক করদের মতো সেটা নাট্য অভিনেতারা পারফর্ম করবেন। একই সঙ্গে চন্দন সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৌরভ পালোধির মতো জনপ্রিয় পরিচালকদের নাটক মঞ্চস্থ হবে।

এবার নাট্য মেলা দেবশঙ্কর হালদার-চৈতি ঘোষাল অভিনীত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক “খেলাঘর” দিয়ে উদ্বোধন হলো। একই দিনে বিখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্দেশনায় “প্লে হাউস” নাটকটিও মঞ্চস্থ হলো।

সোশ্যাল মিডিয়ায় যুগেও যাদবপুর নাট্য মেলায় সব প্রজন্মের দর্শকদের উপিস্থিতি ছিল চোখে পরার মতো। যা দেখে আপ্লুত দেবশঙ্কর হালদারের মতো বাংলা নাট্য জগতের সেরা অভিনেতাও। নাট্য মেলার অনুষ্ঠানে হাজির ছিলেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। তিনিও নাটক দেখেন।
































































































































