শুক্রবারের পর শনিবারও নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়াল হাওড়ার বিভিন্ন প্রান্তে। টাওয়ার পুড়িয়ে পথ আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এর জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বেলা এগারোটার সময় অংকুরহাটি চেকপোস্ট এলাকায় ৬নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয়। একই সময় কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা খেজুরতলা এলাকায় চলে বিক্ষোভ। জাতীয় সড়ক প্রায় ১৩ কিমি দূরত্ব যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন পথচালতি মনুষ।
বেলা ১২টা নাগাদ পাঁচলা থানার মানিকপীরে রাস্তার উপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে শ’দেড়েক মানুষ আধঘণ্টা বিক্ষোভ দেখান। পুলিশ ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।





























































































































