ফের কেন্দ্রের দেওয়া উৎকর্ষ পুরস্কার ছিনিয়ে নিল বাংলা। ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়া, দ্বিতীয় কোচবিহার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। সেরা কাজের জন্য পুরস্কৃত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত। শনিবার, নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা এই সাফল্যের কাণ্ডারী, তাঁদের অভিনন্দন জানিয়েছে মমতা। তিনি লেখেন, “এটা সম্পূর্ণ টিমওয়ার্ক। রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের লাগাতার মনিটরিং-এর ফলে এই পুরস্কার পাওয়া গিয়েছে।” বাংলাই দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা।
বাঁকুড়া ও কোচবিহার দুটি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ২০১৩ সাল থেকেই এই জেলা পরিষদ তৃণমূলের দখলে। গত দু’বছর পরপর ১০০ দিনের কাজের সেরা জেলার পুরস্কার পেয়েছিল বীরভূম। এবার তারা সেরার শিরোপা না পেলেও, রাজ্যের দুই জেলার ঝুলিতে এলো পুরস্কার।





























































































































