এটিএম জালিয়াতি কাণ্ডে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মনোজ গুপ্তা। রোমানিয়ান ব্যক্তিদের কাছে স্কিমার ডিভাইস বিক্রি করত এই মনোজ।
এর আগে গ্রেফতার হওয়া রোমানিয়ান ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মনোজ সম্পর্কে তথ্য পায় কলকাতা পুলিশ। তারপরে গ্রেফতার করা হয় মনোজকে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার যাদবপুর ও চারু মার্কেট এলাকার গ্রাহকদের এটিএম জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। যা নিয়ে প্রায় ৫০টি অভিযোগ জমা পড়ে থানায়। দেখা যায় সকলের টাকা তোলা হয়েছে দিল্লি থেকে। এরপর কলকাতা পুলিশের একটি বিশেষ দল তদন্ত করতে দিল্লি যায়। এবং প্রথমেই রোমানিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করে। তারপর এদিন গ্রেফতার করা হয় মনোজকে।





























































































































