ট্রেনে হামলার অসভ্যতা হলে ব্যবস্থা নিক পুলিশ

0
9

ট্রেনে এই সংগঠিত হামলা কোন্ অশান্তির ইঙ্গিত?

এটা বিক্ষোভ? এ তো সংগঠিত অসভ্যতা।

ট্রেন আটকে বাইরে থেকে আক্রমণ, এ তো সেই গোধরার স্মৃতি মনে করাচ্ছে।

এই অসভ্যতা কীসের ইঙ্গিত?

বিলের বিরুদ্ধে আন্দোলন হতেই পারে।

কিন্তু তা বলে চলন্ত ট্রেন থামিয়ে হামলা? আগুন? বাস ভাঙচুর? অ্যাম্বুলেন্সে বাধা?

এটা চলতে পারে?

সংগঠিত হয়ে স্টেশনে হামলা।

এদের শাস্তি হবে না?

পুলিশ কিছু বলবে না?

বুদ্ধিজীবীরা নিন্দে করবেন না?

ট্রেন চালক থেকে নিরীহ যাত্রী, আতঙ্কিত মুখগুলো দেখেছেন?

ভেতর থেকে মরিয়া ফোন, এস এম এস ছড়িয়েছে,” আমাদের বাঁচান।”

স্টেশনে স্টেশনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে। তাদের অবস্থা দেখলেন?

রাজ্য সরকার সুনিশ্চিত করুক, বিলের বিরুদ্ধে আন্দোলন হোক। কিন্তু এই ধরণের সংগঠিত বিপজ্জনক হামলার মত অপরাধ হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।