অবরোধে শিয়ালদহ-ডায়মন্ড হারবার, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত রেল পরিষেবা 

0
6

অবরোধে শিয়ালদহ-ডায়মন্ড হারবার, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত রেল পরিষেবা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকেই জেলায়, জেলায় বিক্ষোভ শুরু হয়। চলে রেল অবরোধ। এর জেরে শিয়ালদহ-ডায়মন্ড হারবার ও হাওড়া-খড়গপুর ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের জেরে উলুবেড়িয়া স্টেশনে রেল আধিকারিকরা পৌঁছতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। উলুবেড়িয়া স্টেশনে অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, কান্ডারী এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে আটকে আছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, তাম্রলিপ্ত, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। আটকে পড়েছে লোকাল ট্রেনও।

উলুবেড়িয়ার পাশাপাশি ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা রেল অবরোধ শুরু হয়েছে। আটকে পড়েছে বহু লোকাল ট্রেন। তবে হাওড়া ও শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক বলে রেল সূত্রে খবর।