১৮ বছর আগে আজকের দিনেই ভারতীয় সংসদে হামলা চালিয়েছিল লস্কর-ই-তইবা ও জইশ-ই-মোহম্মদ এর জঙ্গিরা।শহিদ হয়েছিলেন নিরাপত্তা কর্মীরা।বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে শহিদদের বীরত্ব ও সাহসিকতাতে স্যলুট জানিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ১৩ই ডিসেম্বর ২০০১ সালে পাঁচ জন জঙ্গি সংসদ ভবনে হাতিয়ার নিয়ে হামলা করেছিল। এই হামলায় আট জন সুরক্ষা কর্মী আর একজন মালি শহীদ হয়েছিলেন। এছাড়াও পাঁচ জঙ্গিকে খতম করেছিল সেনা।এই হামলায় মূল দোষী ছিল আফজল গুরু। তাকে পরে ফাঁসির সাজা দেওয়া হয়।হামলার সময় সংসদে উপস্থিত ছিলেন তত্কা লীন স্বরাষ্ট্র মন্ত্রী লালকৃষ্ণ আডবানী, অটলবিহারী বাজপেয়ী-সহ ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও ।































































































































