ফের ট্যুইট, ফের নীতিশের সমালোচনায় প্রশান্ত কিশোর, বিচ্ছেদ কি আসন্ন ?

0
2

নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB-কে রাজ্যসভাতেও সমর্থন করায় ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর। JDU-সুপ্রিমো নীতিশ কুমারের দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা ভোটগুরু প্রশান্ত কিশোর বুধবার এক ট্যুইটে লিখেছেন, “রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিতে সম্মত হয়ে নীতিশ কুমার বিহারের ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন”।

গত সোমবার লোকসভায় JDU এই বিল সমর্থন করার পরেও প্রশান্ত কিশোর তাঁর নিজের দলের নেতৃত্বেরই কড়া সমালোচনা করেছিলেন৷ নাগরিকত্ব বিল নিয়ে JDU- সুপ্রিমো নীতিশ কুমারের বিরুদ্ধে তাঁরই দলের জাতীয় সহ সভাপতির এই ধারাবাহিক আক্রমণকে নিয়ে জল্পনা এখন তুঙ্গে ৷

তাহলে কি প্রশান্ত কিশোরের সঙ্গে নীতিশ কুমারের বিচ্ছেদ পাকা ? ট্যুইটে প্রশান্ত কিশোর নীতিশকে মনে করিয়ে দিয়েছেন, ২০১৫ সালে বিহার বিধানসভার ভোটে RJD এবং কংগ্রেসের সঙ্গে জোট করে নীতিশ কুমারের জয় এসেছিল। ফের ২০১৭ সালে তিনি লালুপ্রসাদের RJD এবং কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন। লোকসভায় JDU সাংসদরা এই বিলের পক্ষে ভোট দেওয়ায় দুঃখপ্রকাশ করেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। তিনি ট্যুইটে লিখেছিলেন, দেখে খারাপ লাগছে ধর্মের ভিত্তিতে যে নাগরিকত্ব বিল নিয়ে আসা হয়েছে তাতে সমর্থন করছে JDU। বুধবার রাজ্যসভায় এই বিল পেশের সময় ফের প্রশান্ত কিশোরের এই ট্যুইটে দলের সঙ্গে তাঁর সংঘাতই দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এনকাউন্টার মামলার তদন্তের প্রস্তাব শীর্ষ আদালতের