নালায় মিলল ক্যাব চালকের রক্তাক্ত দেহ

0
7

নালায় মিলল ক্যাব চালকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে বাগুইআটির ঝিলপাড় এলাকায়। বুধবার সকালে সেখানে পুরকর্মীরা দেহটি দেখতে পান। মৃত ক্যাব চালকের নাম রাজা দাস। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে দেশবন্ধুনগরের ঝিলপাড়ে পুরকর্মীরা সাফাইয়ের কাজ করছিলেন। সকাল সাতটা নাগাদ ওই এলাকার একটি ড্রেনের মধ্যে এক যুবকের দেহ দেখতে পান তাঁরা। এর পরই বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা ওই দেহটি রাজা দাসের বলে শনাক্ত করেছেন। রাজা পেশায় ক্যাব চালক। লিজে গাড়ি নিয়ে চালাতেন তিনি। এ দিন তাঁর বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের সন্দেহ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।

রাজার দেহে মিলেছে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এই সূত্র ধরেই বিধাননগর পুলিশের ডিসি হেডকোয়ার্টার কুণাল আগরওয়াল জানিয়েছেন, “রাজার মাথায় দু-তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আপাত ভাবে আর কোনও আঘাতের দাগ পাওয়া যায়নি।” মৃতদেহটি যেই যায়গা থেকে পাওয়া গিয়েছে সেখানে কোনও রক্তের চিহ্ন মেলিনি। ফলে তদন্তকারীদের ধারণা, তাঁকে অন্য কোথাও খুন করে দেহ বাড়ির কাছে ফেলে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-ধর্মঘট উঠছে, পার্শ্ব শিক্ষকদের দাবি মেটাতে মানবিক শিক্ষামন্ত্রী