তখন নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB নিয়ে সংসদে জোর তরজা চলেছে। শাসক-বিরোধী তুমুল বিতর্কে তখন উত্তপ্ত পরিবেশ। তারই মধ্যে অজ্ঞাত পরিচয় এক সন্দেহভাজন সংসদ ভবনে ঢুকে পড়ার চেষ্টা ঘিরে আতঙ্ক ছড়ায়।
সংসদ ভবনে ঢোকার চেষ্টা করা ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। এরুপরে তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় কী, কেন তিনি সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
ঘটনাচক্রে ২০০১ সালে এই ডিসেম্বর মাসেই সংসদ ভবনে শীতকালীন অধিবেশন চলার সময়ই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। ২০০১ সালের ১৩ ডিসেম্বর পাঁচ জঙ্গি সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিকেশ হয়েছিল পাঁচ জঙ্গিও।































































































































