দিল্লির বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪৫

0
4

দিল্লির বিধ্বংসী আগুনে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজধানীর রানি ঝাঁসি রোডে আনাজ মান্ডির এক লাগেজ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন ছড়িয়ে মৃতের সংখ্যা সকাল সাড়ে দশটা পর্যন্ত প্রায় ৪৫। রবিবার ভোর ৫ টা নাগাদ এই আগুন লাগে। কারখানায় ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যান ভিতরে থাকা শ্রমিকরা। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৩০ টিরও বেশি ইঞ্জিন। প্রায় ৫০ জনকে উদ্ধার করা আছে। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।